দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের সড়ক ছেড়ে দিতে আহ্বান
- আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। এতে কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ উপলক্ষে দলীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়। কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। কার্যালয়ের বাইরে তখন হাজারো নেতাকর্মী জড়ো হন।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি লক্ষ্য করেন, নেতাকর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে মাইক হাতে নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, আজ এখানে আমাদের কোনো কর্মসূচি নেই। রাস্তায় ভিড়ের কারণে সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। তাই যতদূর সম্ভব সড়ক পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। যখন কর্মসূচি থাকবে, তখন বক্তব্য দেওয়া হবে।
এসময় তারেক রহমান আরও বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব, আমরা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করব। আসুন, সবাই মিলে এখন রাস্তাটি খালি করে দিই এবং দেশ গড়ার কাজে একসঙ্গে এগিয়ে যাই।
তারেক রহমানের আহ্বানের পর ধীরে ধীরে নেতাকর্মীরা সড়ক ছেড়ে সরে যেতে শুরু করেন। এতে নয়াপল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে। দলীয় নেতাকর্মীদের এমন দায়িত্বশীল আচরণ জনসাধারণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।



















