ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত জামায়াত: শফিকুর রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত জামায়াত: ডা. শফিকুর রহমা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে একটি সুস্থ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের, নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

বৈঠক শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আগে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করতে পারে কি না—সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আলোচনার মূল বিষয় ছিল।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল্যায়ন করে জামায়াত আমির বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জাতি আবেগ ও চোখের পানির মধ্য দিয়ে বিদায় জানিয়েছে। তিনি শুধু রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেননি, বরং আপসহীন রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে আজীবন সংগ্রাম করতে গিয়ে তাঁর শেষ জীবন কেটেছে অত্যন্ত কষ্টকর ও একাকী অবস্থায়—যা জাতির জন্য বেদনাদায়ক অধ্যায়।

এদিকে, ভারতের সঙ্গে তথাকথিত ‘গোপন বৈঠক’ নিয়ে সাম্প্রতিক কিছু সংবাদ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেন, রয়টার্সকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাঁর কাছে জানতে চান—প্রতিবেশী রাষ্ট্র ভারত সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না।

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও কূটনীতিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন, যা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি শুরু থেকেই কূটনীতিকদের সঙ্গে হওয়া সাক্ষাৎগুলো প্রকাশ্যে আনার পক্ষে ছিলেন। তবে ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই জনসমক্ষে প্রকাশ করা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।

ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করে জামায়াত আমির এ ধরনের তথ্যভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্বশীল ও যাচাই-বাছাইভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত জামায়াত: শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

দেশে একটি সুস্থ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের, নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

বৈঠক শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আগে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করতে পারে কি না—সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আলোচনার মূল বিষয় ছিল।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল্যায়ন করে জামায়াত আমির বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জাতি আবেগ ও চোখের পানির মধ্য দিয়ে বিদায় জানিয়েছে। তিনি শুধু রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেননি, বরং আপসহীন রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে আজীবন সংগ্রাম করতে গিয়ে তাঁর শেষ জীবন কেটেছে অত্যন্ত কষ্টকর ও একাকী অবস্থায়—যা জাতির জন্য বেদনাদায়ক অধ্যায়।

এদিকে, ভারতের সঙ্গে তথাকথিত ‘গোপন বৈঠক’ নিয়ে সাম্প্রতিক কিছু সংবাদ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেন, রয়টার্সকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাঁর কাছে জানতে চান—প্রতিবেশী রাষ্ট্র ভারত সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না।

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও কূটনীতিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন, যা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি শুরু থেকেই কূটনীতিকদের সঙ্গে হওয়া সাক্ষাৎগুলো প্রকাশ্যে আনার পক্ষে ছিলেন। তবে ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই জনসমক্ষে প্রকাশ করা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।

ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করে জামায়াত আমির এ ধরনের তথ্যভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্বশীল ও যাচাই-বাছাইভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।