দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আচমকা ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহত
- আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আচমকা ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে দুর্ঘটনা। সর্বশেষ আহত ব্যক্তি শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এদিন বিকাল ৩টা নাগাদ
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শেরপুরগামী রহিম পরিবহনের বাসটি (ময়মনসিংহ-গ ১১-০৯৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় ১০ জন গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া
হলে সেখানে আরেকজন মারা যান। এই নিয়ে হাসপাতালে দুই জনের প্রাণ গেলো। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছেন, ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ
(১০) ও মেয়ে আজমিনা (৮)। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে শেরপুরগামী বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।




















