ঢাকায় পৌঁছালো মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা
- আপডেট সময় : ১০:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
‘জুলাই মাসে বাংলাদেশে আসছে আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা’
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মডার্নার উপহাওরের ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছালো। সোমবার রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে এই ৩০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হবে। এর মধ্যে ১৫টি ফ্রিজার ভ্যান যাবে ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি যাবে তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।
টিকা রিসিভ করার পর রাত ১০টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মাসে আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।
ইতোমধ্যে সরকার ৩০ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন নিবন্ধন শুরু পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে বয়সের সীমা আরও কমানো হবে। যাতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের পড়ুয়ারা করোনা ভ্যাকসিন দিতে পারে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও ৪০টি আইসিও বেড নির্মাণ হবে। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এর আগে, শনিবার টুইটারের মাধ্যমে আরও ৩০ লাখ মডার্নার টিকা উপহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
তিনি জানান, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে টিকা সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা উপহার দিয়েছে।




















