ডেঙ্গুর ভয়াবহ বিস্তার একদিনে মৃত্যু ১১
- আপডেট সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ডেঙ্গুর বিস্তার নিয়ে রীতিমত আতঙ্কগ্রস্ত মানুষ। ঘরে ঘরে ঠা-া-জ্বর-কাশি লেগেই আছে। বয়সের কোন তফাত নেই। শিশু থেকে ৮০ বছর বয়সের মানুষ ডেঙ্গ আক্রান্ত হচ্ছে। শনিবার একদিনে আরও ১১জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে ডেঙ্গুতে মারা গিয়েছে ১৬৭ জন। এর মধ্যে জুলাই মাসেই মৃত্যু হয়েছে ১২০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন এবং ১ হাজার ৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর রোগীর চাপ বাড়ছে। সেই সঙ্গে মৃত্যু রেকর্ড গড়ছে। রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরে সর্বোচ্চ ২২৪২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন ঢাকার বাকী ২ জন ঢাকার বাইরের। শুক্রবার ছুটির দিন থাকায় ঢাকার ৩৫টি হাসপাতালে রোগীর তথ্যজানাতে পারেনি অধিদপ্তর। চলতি বছরের এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হন। গত বছর সবচেয়ে ২৮১ জন মারা যায়।




















