ট্রাম্পকে ‘অভিশংসন’ করা উচিত, বললেন জাতিসংঘ দূত
- আপডেট সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার ও সন্ত্রাসবাদ দমনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বেন সল। তিনি এই অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু এবং অভিশংসনের আহ্বান জানিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বেন সল ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে অবৈধ আগ্রাসন চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বেআইনিভাবে অপহরণ করেছে।
বেন সল আরও বলেন, এই সামরিক অভিযানে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। তার মতে, এসব কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত এবং প্রয়োজন হলে তাকে অভিশংসনের মুখোমুখি করা উচিত।
এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, অন্য একটি দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে। জাতিসংঘ মহাসচিব পুনরায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান এবং এই অভিযানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।



















