ঝিনাইদহে বহিরাগতকে বিএনপির মনোনয়ন, কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ
- আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদরের একাংশ) ঘিরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ায় তাকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। ক্ষোভ প্রকাশের চরম পর্যায়ে গিয়ে দলীয় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকেরা জেলা বিএনপির কার্যালয় থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। কাফনের কাপড় পরিহিত বিক্ষোভকারীদের মিছিল দুটি শহরের প্রধান বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা রাশেদ খাঁনকে এই আসনের বাসিন্দা নন উল্লেখ করে তাকে বহিরাগত ঘোষণা করেন এবং আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। তারা অভিযোগ করেন, রাশেদ খাঁন সম্প্রতি ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করেছেন এবং টাকার বিনিময়ে তাকে এই আসনে চাপিয়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। মনোনয়ন প্রত্যাশী নেতারা নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ হঠাৎ করে একজন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমরা মেনে নিতে পারি না।
মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমরা তিনজন এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু টাকার কাছে রাজনীতি হার মানছে। দুই দিন আগে আমাদের নেতা তারেক রহমান দেশে এলে হয়তো এমনটা হতো না।
অপর মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, কালীগঞ্জ ধানের শীষের ঘাঁটি। চক্রান্ত করে এই আসন দুর্বল করা হচ্ছে। আমরা কোনো বহিরাগত প্রার্থী চাই না।
বিক্ষোভে স্পষ্ট হয়ে উঠেছে, ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ইস্যুতে বিএনপির তৃণমূলের ক্ষোভ এখন বিস্ফোরণমুখী।




















