জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ না করাই সমীচীন
- আপডেট সময় : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ না করাই সমীচীন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান টানাপড়েন কমবে কি না, সে প্রশ্নের উত্তর সময়ের প্রবাহেই অনুসন্ধান করা উচিত।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। এই প্রেক্ষাপটে ড. এস জয়শঙ্করের উপস্থিতিকে একটি সৌজন্যমূলক ও মানবিক ইঙ্গিত হিসেবেই দেখা প্রয়োজন।
তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের প্রতিনিধিরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর ছিল সংক্ষিপ্ত, তবে তিনি পুরো আয়োজনে উপস্থিত ছিলেন এবং আনুষ্ঠানিকতা শেষে বিদায় নেন। এটি একটি ইতিবাচক জেসচার-এর বাইরে অতিরিক্ত রাজনৈতিক অর্থ আরোপ করা যুক্তিসংগত নয়। এ সফরকে রাজনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে মূল্যায়ন না করাই শ্রেয়।
জয়শঙ্করের সঙ্গে একান্ত কোনো বৈঠক হয়নি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত বা দ্বিপাক্ষিক আলোচনার কোনো সুযোগ সৃষ্টি হয়নি। অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন এবং সবার সঙ্গেই সৌজন্য বিনিময় হয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের অংশ।
তিনি আরও বলেন, তার সঙ্গে ড. এস জয়শঙ্করের যে সামান্য কথোপকথন হয়েছে, তা সম্পূর্ণই সৌজন্যমূলক ছিল এবং সবার উপস্থিতিতেই সীমাবদ্ধ ছিল। সেখানে কোনো রাজনৈতিক বা দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ বা প্রেক্ষাপট তৈরি হয়নি।



















