জাতীয় খেলা কাবাডির ঐতিহ্যকে টিকিয়ে রাখার তাগিদ: কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
- আপডেট সময় : ১০:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে
আয়েশা আক্তার, কুমিল্লা
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি অত্যন্ত জনপ্রিয় খেলা। এটি আমাদের জাতীয় খেলা। অথচ সময়ের পিঠ বেয়ে জাতীয় খেলার প্রসার না ঘটে বরং হারিয়ে যেতে বসেছে। কাবাডিকে রক্ষা করতে হবে। গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় নিজেদের অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার আন্তঃ কলেজ কাবাডি প্রতিযোগিতা ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রফেসর জামাল নাছের। রবিবার কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রফেসর মো. জামাল নাছের বলেন, আমাদেরকে একটি সুশৃঙ্খল বাংলাদেশ তৈরি করতে হবে। একটি জ্ঞাননির্ভর, প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের সন্তানদের এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের সন্তানেরা আধুনিক বিশ্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
আরেকটি বিষয় মনে রাখতে হবে, খেলাধূলা আমাদেরকে শৃঙ্খলার শেখার পাশাপাশি শারিরিকভাবে ফিট রাখে। এসব বিষয়ে মনোযোগি হলে আমাদের সন্তানেরা অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং তারাই প্রধানমন্ত্রীর সোনার বাংলাদেশ বিনির্মান ও স্মার্ট বাংলাদেশ গড়বে।
সুস্থ্য দেহে সুন্দর চান, গড়ে তোলে ক্রীড়াঙ্গন স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমেন।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।
আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় ৮টি কলেজ অংশগ্রহণ করে। কলেজগুলো হলো-আইডিয়াল কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল, কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সোনার বাংলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ ও ,ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।




















