খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স: নিশ্চিত করল কাতার দূতাবাস
- আপডেট সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রক্রিয়া নতুন করে এগোতে শুরু করেছে। কাতার আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে বলে শুক্রবার (৫ ডিসেম্বর) নিশ্চিত করেছে ঢাকার কাতার দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যদিও এই বিমানটি জার্মানির একটি প্রতিষ্ঠানের, তবে এর ভাড়া, সমন্বয় ও অন্যান্য সব ধরনের ব্যবস্থাপনা সরাসরি করছে কাতার সরকার। এর মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা ও লন্ডনে যাত্রা প্রক্রিয়ায় কাতারের সম্পৃক্ততা আরও স্পষ্ট হলো।
এর আগে কাতার আমিরের পাঠানো প্রথম এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে ব্যর্থ হয়। ফলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যায় এবং পুরো প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে। এ পরিস্থিতিতে নতুন অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেয় কাতার।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, অ্যাম্বুলেন্স বিলম্বিত হওয়ায় চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজটি কিছুটা পিছিয়েছে। তবে নতুন সময়সূচি অনুযায়ী যাত্রার প্রস্তুতি চলছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় বলেন, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার এটি ঢাকায় আসবে। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন মিললে আগামী ৭ ডিসেম্বর (রোববার) তাঁকে লন্ডনের উদ্দেশে নেওয়া হবে।
দেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে তাঁর চিকিৎসা প্রক্রিয়া দ্রুত এগোবে বলে দলটির নেতারা আশা করছেন।




















