ক্লাউডফ্লেয়ারের বিপর্যয়ে কাঁপলো বিশ্ব ইন্টারনেট
- আপডেট সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক বিভ্রাটে থমকে গেছে ইন্টারনেটের বিরাট অংশ। বিশ্বজুড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়েছে লাখো ব্যবহারকারীর অনলাইন অভিজ্ঞতা। বাংলাদেশেও বহু সাইট ঘণ্টার পর ঘণ্টা লোড না হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ ব্যবহারকারীদের।
ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানায়, ইন্টারনেটের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পেছনে ক্লাউডফ্লেয়ার একটি মহাগুরুত্বপূর্ণ স্তম্ভের মতো কাজ করে। সাইবার আক্রমণ প্রতিরোধ থেকে শুরু করে উচ্চমাত্রার ট্র্যাফিক সামলানো-সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য সুরক্ষা দেয়। সেই ব্যবস্থাতেই হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত জটিলতা গোটা ডিজিটাল বিশ্বের ওপর বড়সড় প্রভাব ফেলেছে।
এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, সমস্যাটি চিহ্নিত করার কাজ চলছে এবং এ বিভ্রাটে তাদের বিপুল সংখ্যক গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত তুলে ধরা হবে।
এই প্রযুক্তিগত ত্রুটির প্রভাবে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার), এআই চ্যাটবট চ্যাটজিপিটি সহ বহু জনপ্রিয় সাইটে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন ব্যবহারকারীরা। এমনকি বিভ্রাট পর্যবেক্ষণকারী সাইট ‘ডাউন ডিটেক্টর’ও শুরুতে লোড নিতে ব্যর্থ হয়। পরে সেটি সচল হলে আক্রান্ত সাইটের সংখ্যা দ্রুত বাড়তে দেখা যায়।
বৈশ্বিক এই বিপর্যয় কাটিয়ে উঠতে ক্লাউডফ্লেয়ারের বিশেষজ্ঞ দল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, ইন্টারনেট ফিরে পাবে তার স্বাভাবিক ছন্দ, এমন সম্ভাবনাই জাগিয়ে রেখেছে তাদের এই তৎপরতা।



















