এক ট্রলারেই ৯৬ মণ ইলিশ বিক্রি হল ৪০ লাখে
- আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
একসপ্তাহ পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে ইলিশ শিকারে সাগরে নামতে পারেনি মৎস্যজীবীরা। বৈরী আবহাওয়া কেটে গেটে গেলে গভীর সমুদ্রে ছয় দিনে ৯৬ মণ ইলিশ মাছ শিকার করেছেন নোয়াখালীর মিজান মাঝির একটি ফিশিং বোটের মৎস্যজীবীরা।
সোমবার উপকূলের পটুয়াখালীর মহিপুর মৎস্য মার্কেটের আড়তে এ নিলামে এক ট্রলার ইলিশ মাছ ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
ইলিশের ভরমৌসুমে সাগরে কাঙ্খিত ইলিশ মিলছি না। একারণে বাজারের ইলিশের বাড়ি বাংলাদেশে দাম চড়া। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ ধরা পড়লেই দাম ক্রেতার নাগালে আসবে।

ট্রলারের জেলেরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ ২৩ জুলাই শেষ হয়েছে। এরপর একটানা আট দিন নিম্নচাপ শেষে গত চার দিন আগে শত শত ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ইতিমধ্যে কিছু কিছু ট্রলার মাছ নিয়ে বিভিন্ন ঘাটে ফিরে আসতে শুরু করেছে।
অনেকে আবার আশানুরূপ মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন। ট্রলারের মাঝি মিজান জানান, একসঙ্গে এতো মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি সে।




















