ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ অন্তত নিহত ৩
- আপডেট সময় : ০৮:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের অ্যাপার্টমেন্ট ভবন, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকাজ চলানো হয়: ছবি রয়টার্স
রাশিয়া এক রাতেই ৬০০টির বেশি ড্রোন এবং অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দাবি ইউক্রেনের
জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু, বহু অঞ্চল বিদ্যুৎবিহীন
বড়দিনের সময় ইউক্রেনে ব্যাপক হামলার আশঙ্কা প্রকাশের একদিন পরই দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার গভীর রাতে শুরু হওয়া এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি চার বছর বয়সী শিশুও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়া এক রাতেই ৬০০টির বেশি ড্রোন এবং অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি ও পরিবহন অবকাঠামো। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
জেলেনস্কি বলেন, “বড়দিনের আগে মানুষ কেবল তাদের পরিবারের সঙ্গে, নিজ ঘরে নিরাপদে থাকতে চায়। অথচ চলমান শান্তি আলোচনা সত্ত্বেও এই হামলা রাশিয়ার অগ্রাধিকার সম্পর্কে অত্যন্ত স্পষ্ট বার্তা দেয়।” তিনি আরও বলেন, “পুতিন এখনো মেনে নিতে পারছেন না যে হত্যাযজ্ঞ বন্ধ করা প্রয়োজন। এর অর্থ, বিশ্ব এখনো রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করতে পারেনি।”
মধ্য ইউক্রেনের জাইতোমির অঞ্চলে এক চার বছর বয়সী শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে জানান আঞ্চলিক কর্মকর্তা ভিটালি বুনেচকো। একই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
কিয়েভ অঞ্চলে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৭৬ বছর বয়সী এক নারী নিহত হন এবং তিনজন আহত হন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। পশ্চিম ইউক্রেনের খমেলনিটস্কিতে হামলায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পশ্চিম ইউক্রেন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে।
এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্ট্যাভরোপলে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ জানান, প্ল্যান্টে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তীব্র শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি অপারেটর দেশজুড়ে জরুরি বিদ্যুৎ বন্ধের সতর্কতা জারি করেছে। ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী আর্টেম নেক্রাসভ জানান, এটি চলতি বছরে জ্বালানি ব্যবস্থার ওপর নবম বড় আক্রমণ এবং রিভনে, টেরনোপিল ও খমেলনিটস্কি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলছে। জেলেনস্কির দাবি, যুক্তরাষ্ট্র বড়দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। সূত্র বিবিসি



















