সংবাদ শিরোনাম ::
আইনমন্ত্রীর আশ্বাস রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন
ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৯:১৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। মামলাটি খতিয়ে দেখার জন্য প্রসিকিউশনকে তিনি বলবেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদমাধ্যমকে একথা জানান।
তার আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াছ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আইনমন্ত্রী বলেন, আমি উদ্যোগ নেওয়ার কারণে রোজিনা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়নি। তার রিমান্ড বাতিল করার ব্যবস্থা করেছি। রোজিনার মামলাটি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন।



















