সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টালকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
দেশের সংবাদমাধ্যামকে শৃঙ্খলায় নানা ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টালকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে।
আইপি টিভিগুলোতে শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে। সংবাদ প্রচারের অধিকার তাদের নেই।
বুধবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত এবারের সংলাপের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় তথ্যমন্ত্রী বলেন, নিয়মিত ছাপা হচ্ছে না এমন ৪শ’ পত্রিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একই সঙ্গে যেসব আইপি টিভি সংবাদ পরিবেশন করছে তাদের লাইসন্সে বাতিলের কথাও জানালেন তথ্যমন্ত্রী।























