World Cup : খেলা ব্রাজিলের প্রাণ গেল বাংলাদেশি যুবকের!
- আপডেট সময় : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৩৩৯ বার পড়া হয়েছে
ব্রাজিলের বিদায় দেখে নিন সেই টাইব্রেকার (ভিডিও)
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
চলমান বিশ্বফুটবল আসর। এনিয়ে দেশে দেশে সমর্থকদের উত্তেজনার শেষ নেই। তেমনি বাংলাদেশেও ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল ২০ বছরের যুবক হাসান মিয়ার। তিনি পেশায় একজন শ্রমিক বরেল জানা গেছে। তার সঙ্গে আহত একজন।
বাংলাদেশের রাজধানী ঢাকার ২০ কিলোমিটার অদূরে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে শুক্রবার মধ্যরাতে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা। শনিবার এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। তবে ঘাতকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হার জিত নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ক্ষিপ্ত ফুটবলের এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
https://youtu.be/mxmFxZAbFvw
নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে হাসান ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।



















