SM Sultan : কিংবদন্তী চিত্রশিল্পী এস এম সুলতান
- আপডেট সময় : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৪৮০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী ঘিরে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন নড়াইলে’
ভয়েস ডিজিটাল ডেস্ক
এস এম সুলতান নামটি উচ্চআরণ হলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল ক্যানভাসে জনমানুষের নিরাপদ দূরত্বে চলে যাবার দৃশ্য। মানুষগুলো অপেক্ষাকৃত সুঠাম দেহের অধিকারী। কারো হাতে গৃহপালিত পশু, কারো হাতে সংসারের নিত্যকর্মের জিনিষপত্র, আবার কারো কারো কোলে ছোট্ট সন্তান। সবাই পলায়নপর!
এতো বড় ক্যানভাসে চিত্রকল্প আঁকার কাজটি বিরল। এস এম সুলতান নিজে ছিলেন ব্যতিক্রম চরিত্রের-অনেকটা ক্ষ্যাপাটে। সিদ্ধি সেবন করতেন আকাশের মতো উদার এই মানুষটি। ভালোবাসতেন বন্য পশু-পাখি। নিভৃতে থাকতে পছন্দ করতেন। শিল্পের সাধানায় চষে বেড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে।
সম্প্রতি ৯৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলে বসেছিলো প্রতিথযশা শিল্পীদের আর্ট ক্যাম্প। নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পীকে স্মরণ করা হয়। তুলে ধরা হয়, শিল্পীর কর্মের নানা দিক।
নড়াইলে সুলতান সংগ্রহশালা ও শিশুস্বর্গ চত্বরে গত ১০ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নড়াইল জেলা প্রশাসন, এস.এম সুলতান স্মৃতি সংগ্রশালার উদ্যেগে এ সব অনুষ্ঠানে উপস্থিতি ছিল ব্যাপক।
প্রথা অনুযায়ী সকালে শিল্পীর সমাধীতে পুষ্পমাল্য অর্পন, প্রার্থনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী কক্ষ ‘ফিরে দেখা সুলতান’ এর উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দিনব্যাপী আর্টক্যাম্প এবং এস এম সুলতানের নিজের হাতে গড়া শিশুদের চারুকলা প্রশিক্ষণ কেন্দ্র শিশুস্বর্গের শিশুদের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, একাডেমিসহ প্রায় ২০০ শিশু অংশগ্রহণ করেন। শিশু চিত্রাংকন প্রতিযেগিতায় বয়স ভিত্তিতে তিনটি গ্রুপে ১০জন করে মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৩জন করে মোট ৬জনকে পুরস্কার প্রদান করা হয়।
আর্টক্যাম্পে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ২৫ জন চিত্রশিল্পী। তার মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম) দেশ বরেণ্য চিত্রশিল্পী অরুন ঘোষ, চিত্রশিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস, এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর শিল্পী তন্দ্রা মুখার্জী, শিল্পী নিখিল দাস, বলদেব অধিকারী, বিমানেস বিশ্বাস, সমীর মজুমদার, সমীর বৈরাগী, অনাদী বৈরাগী, বিকাশ আনন্দ সেতু, বিষ্ণু পোদ্দার, রিপন সিকদার, সম্পা দাস, ডি ডি মল্লিক, মঈন উদ্দীন মনি, বিশ্বজিৎ রায়, রাজু খান, উত্তম বৈরাগী, ইতি গোলদার, বিপ্লব গোস্বামী, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মিথ ঘোষ, নয়ন বৈদ্য।

প্রতিযোগিতা ও আর্টক্যাম্প শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও শিল্পী তরুন ঘোষ শিল্পীদের সম্মাননা প্রদান করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন এস.এম সুলতানের স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডেপুটি নেজারত কালেক্টর, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

























