সংবাদ শিরোনাম ::
Shivani Biswas : শিবানী বিশ্বাস’র কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে
স্বর্নের আভায়
ছোট বেলা থেকে অন্যদের মত হইনি,
অন্যদের মত সব খুঁটিনাটি,
চোখে পড়ত না কিছুই।
সব কিছু সুন্দর স্বাভাবিক মনে হতো,
কারো কোনো দোষ খুঁজে পাইনি কিছুতেই,
আবেগ সাধারণ বসন্ত এনে দিত মনে;
আবেগী মন বলে একই উৎস থেকে,
সব কিছু গ্রহণ করতে পারিনি।
তাই দুঃখকে নাড়াতে পারিনি কিছুতেই,
হৃদয়ের আনন্দ দুঃখ একই;
রিংটোনে বেজে চলেছে ।
এবং সব ভালবাসারা এক তরফা;
সব ভালবাসা একাকীত্বতায় ভরা।
তারপর শিশুকালটা ছিল দুঃখে শোকে;
ডুবন্ত ঝড়ো হাওয়ায় টালমাটাল,
ছিল সমস্ত জীবন।
প্রতিটা ক্ষণ ছিল গভীর অসুস্থ;
এখনো আমার গল্প আমাকে বেঁধে রাখে,
প্রবাহ থেকে ঝর্ণা পর্যন্ত ।
ওই পাহাড়ী লাল জলপাই গাছ ঝরণার,
অদূরে পাহাড় ভেদ করে বেড়ে উঠেছে।
সূর্যের চারপাশে ঘোরে গ্রহরাজী যেমন;
আমাকেও তেমন গোলাকার করে,
ঘুরিয়েছে স্বর্নের শারদীয়া আভায়।
উডসাইড
19/12/2022



























