সংবাদ শিরোনাম ::
Shivani Biswas : শিবানী বিশ্বাস’র কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭১ বার পড়া হয়েছে
অন্তর দর্শন
অন্ধ কুঠুরীতে বন্ধি হয়ে ছিলাম,
হাজার দুয়ারীর দুয়ার খুঁজে পাইনি শেষে,
অবশেষে মুক্তি মিলছে এক দ্বার হতে।
স্বামীর সতীর্থকে চায় না কেউ,
নির্মল প্রশান্তি যদি চাও,
রেবা নদীতে অবগাহন করো।
গান্ধারীর মত বসন বেঁধেছি চোখে,
দেখব না কিছুই কি ঘটছে ধরার বুকে।
দিব্য দৃষ্টি দিয়ে দেখি সবই বাকিটা লজিক।
সত্যিকারের ভালবাসার গতি,
দূরদৃষ্টিতে দেখা যায়,
আর তার চলা চলতি,
ঘুচে যাক সব বাসনা পরাজিত জীবনের বঞ্চনা,
ভুলে যাব গ্লানি ভালবাসার লাঞ্চনা।
জার্সি সিটি
17/9/2020



























