ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত

Sheikh Hasina : শেখ হাসিনার ভারত সফর ঢাকা-দিল্লী দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়িয়েছে, ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নয়াদিল্লী সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ‘উল্লেখযোগ্য গতি’ পেয়েছে এবং তা সময়ের পরীক্ষিত বন্ধুত্বের সাক্ষ্য বহন করে।

বাংলাদেশ ও ভারত উভয়েই যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে তা দুই দেশের জনগণের জন্য যেমন উপকার হবে, তেমনি সামগ্রিকভাবে এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে ভূমিকা রাখবে।
বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্তব্য করেন ড. মোমেন। বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সাক্ষাতকালে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল এবং যথেষ্ট সহযোগিতা রয়েছে উল্লেখ করে মোমেন নব্য-স্বাভাবিক চ্যালেঞ্জের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি শক্তিশালী আঞ্চলিক পদ্ধতির ওপর জোর দেন।

দোরাইস্বামী বলেন, দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার কারণে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে অসামান্য দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঢাকায় তার অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে থাকবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ২২ সেপ্টেম্বর হাই-লেভেল উইকের ফাঁকে একটি নৈশভোজে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিদেশমন্ত্রীর তরফে থেকে ড. মোমেনকে আমন্ত্রণ জানান দোরাইস্বামী। ড. মোমেন আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sheikh Hasina : শেখ হাসিনার ভারত সফর ঢাকা-দিল্লী দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়িয়েছে, ড. মোমেন

আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নয়াদিল্লী সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ‘উল্লেখযোগ্য গতি’ পেয়েছে এবং তা সময়ের পরীক্ষিত বন্ধুত্বের সাক্ষ্য বহন করে।

বাংলাদেশ ও ভারত উভয়েই যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে তা দুই দেশের জনগণের জন্য যেমন উপকার হবে, তেমনি সামগ্রিকভাবে এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে ভূমিকা রাখবে।
বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্তব্য করেন ড. মোমেন। বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সাক্ষাতকালে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল এবং যথেষ্ট সহযোগিতা রয়েছে উল্লেখ করে মোমেন নব্য-স্বাভাবিক চ্যালেঞ্জের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি শক্তিশালী আঞ্চলিক পদ্ধতির ওপর জোর দেন।

দোরাইস্বামী বলেন, দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার কারণে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে অসামান্য দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঢাকায় তার অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে থাকবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ২২ সেপ্টেম্বর হাই-লেভেল উইকের ফাঁকে একটি নৈশভোজে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিদেশমন্ত্রীর তরফে থেকে ড. মোমেনকে আমন্ত্রণ জানান দোরাইস্বামী। ড. মোমেন আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেন।