Rupsa Railway Bridge : রূপসা রেলসেতু পরিদর্শনে ভারতের হাইকমিশনার
- আপডেট সময় : ১০:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু, রূপসা নদীতে নির্মিত রেলসেতু পরিদর্শনকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু। খুলনা-মোংলা রেল সড়ক দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে খুলনার রূপসা নদীতে নির্মিত রেল সেতু পরিদর্শনকালে একথা বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
মোংলা বন্দরে ভারতের পর্যটকবাহী জাহাজ ‘গঙ্গা বিলাস’ স্বাগত জানাতে শনিবার সেখানে উপস্থিত থাকবেন।
রূপসা রেল সেতু পরিদর্শন কালে প্রণব ভার্মা বলেন, খুলনা-মোংলা রেল লাইনের মাধ্যমে মোংলা বন্দরে আসা পণ্য দেশের বিভিন্ন স্থানে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। তাতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। একইভাবে মোংলা বন্দর ব্যবহার করে ভারতও অর্থনৈতিকভাবে লাভবান হবে।

এসময় প্রণয় ভার্মা আরও বলেন, এ রকম একটি সুন্দর কাজ দেখে আমার খুব ভালো লাগছে। এটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি কাজ।
এর আগে বিকাল ৫টায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর স্থলে পৌঁছান। সেখানে তিনি কিছু সময় খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি রেলসেতু পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন খুলনায় ডেপুটি ভারতীয় হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এল অ্যান্ড টির প্রকল্প প্রধান অমৃতোষ কুমার ঝাঁ প্রমুখ।




















