Rampal Thermal Power : ফের বন্ধ রামপাল
- আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে ১ হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের বাগের হাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় গত বছরের ১৭ ডিসেম্বর। উৎপাদন শুরুর সাত মাসের মধ্যে কেন্দ্রটি এ নিয়ে ৬বার বন্ধ হল।
সুপ্রসন্ন হচ্ছে বাগেরহাট রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের। কয়লা সংকটে দফায় দফায় উৎপাদন বন্ধ হচ্ছে। সর্বশেষ রবিবার ভোর রাত সাড়ে ৩টার নাগাদ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কয়লা সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আগামী ৭-৮ আগস্ট উৎপাদন চালু হতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে এভাবে বিদ্যুৎকেন্দ্রটি ঘন ঘন বন্ধ ও চালু করতে বড় ধরনের আর্থিক ক্ষতির হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেন্দ্রটির একটি ইউনিট চালু করার পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ডলার সংকটে কয়লা আমদানি জটিলতায় উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় গত ১৪ জানুয়ারি প্রথম উৎপাদন বন্ধ হয়। কয়লা সরবরাহ স্বাভাবিক হলে এক মাসের মাথায় ফের কেন্দ্রটি চালু করা হয়।
গত ১৫ এপ্রিল কেন্দ্রটি আবার বন্ধ করা হয়। তিন দিনের ব্যবধানে পুনরায় চালু করা হলে আবারও বন্ধ হয় ২৩ এপ্রিল। এরপর কারিগরি ত্রুটির কারণে গত ৩০ জুন উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ১০ জুলাই শুরু হয় উৎপাদনে ফেরে। এরপরও কারিগরি ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়।
শেষে ২০ জুলাই দুপুর থেকে পুনরায় উৎপাদনে যায় রামপাল। কেন্দ্রটির একটি ইউনিট চালু রাখতে দৈনিক প্রয়োজন পাঁচ হাজার মেট্রিক টন কয়লা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যুৎকেন্দ্রটি একবার বন্ধের পর চালু করতে এক-দেড় দিন সময় লাগে। প্রতিবার চালু করতে প্রয়োজন হয় এক লাখ লিটার জ্বালানি তেল, যার বাজারমূল্য কোটি টাকার বেশি। চালুর পর শুরু হয় কয়লার ব্যবহার। এভাবে ঘন ঘন বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ ও চালুর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।




















