Putin-Zelenesky : জেলেনস্কিকে হত্যা করা হবে না : পুতিন
- আপডেট সময় : ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
যুদ্ধের ময়দানে পুড়ছে ইউক্রেন-রাশিয়ার বারুদ। তার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রায় বছর পূর্ণ হতে চলেছে যুদ্ধের বয়স। এরই মধ্যে ইসলায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলমান যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবে না রুশবাহিনী, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চে ইসলায়েলের তখনকার প্রধানমন্ত্রী নাফতালি বেনেত যখন মস্কো সফরে যান, তখন পুতিন তাঁকে এমন প্রতিশ্রুতি দেন। খবর আল-জাজিরার।
নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুতিনের কাছে তিনি জেলেনস্কিকে হত্যা করা হবে কিনা সেই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, জবাবে পুতিন জানিয়েছিলেন, তার জেলেনস্কিকে হত্যা করার কোনো ইচ্ছে নেই।
বেনেতের দাবি, কৌশলে জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন তিনি। পুতিনের সেই প্রতিশ্রুতির কথাও নাকি জেলেনস্কিকে জানিয়েছিলেন ইসরায়েলের সাবেক এই প্রধামন্ত্রী।




















