ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর

Pakistan mosque blast : পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

ছবি: ডন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির পেশোয়ারে নামাজের সময় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয় এবং নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। আহত দেড় শতাধিক।

সোমবার স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের সময় যখন বিস্ফোরণ ঘটে তখন মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল। কর্মকর্তারা বলছেন, মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, আত্মঘাতী হামলাকারী নামাজের প্রথম সারিতে ছিল। তিনি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

পুলিশ বলছে, হামলায় মসজিদের ইমামও নিহত হয়েছেন। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ, কারণ নিহতদের সিংহভাগই বাহিনীর সদস্য।

পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের সময় ঐ এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এই হামলার পেছনের লোকদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের এই হুমকি মোকাবিলায় জাতি ঐক্যবদ্ধ।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Pakistan mosque blast : পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬

আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

অনলাইন ডেস্ক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৯৬জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির পেশোয়ারে নামাজের সময় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও মৃতদেহ উদ্ধার হয় এবং নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। আহত দেড় শতাধিক।

সোমবার স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের সময় যখন বিস্ফোরণ ঘটে তখন মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল। কর্মকর্তারা বলছেন, মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, আত্মঘাতী হামলাকারী নামাজের প্রথম সারিতে ছিল। তিনি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

পুলিশ বলছে, হামলায় মসজিদের ইমামও নিহত হয়েছেন। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ, কারণ নিহতদের সিংহভাগই বাহিনীর সদস্য।

পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের সময় ঐ এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এই হামলার পেছনের লোকদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের এই হুমকি মোকাবিলায় জাতি ঐক্যবদ্ধ।