our environment : আমাদের পরিবেশ আমরা বাঁচাই
- আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে
এমনটাও যে হবে একদিন জানা ছিলনা। মনে ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং উত্তর হাওড়া বিজ্ঞান চক্রের বনমহোৎসব সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন এর মধ্যে দিয়ে তা পূরণ হয়ে গেল।
সকালেই মঞ্চের কর্মী দাদাদের হাতে গাছ গুলি তুলে দিলাম Project#Green বাংলা এর পক্ষ থেকে। ওনারা বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণ করলেন।

বলাই বাহুল্য এবার আমাদের কর্মসূচীর মধ্যেই আছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলতে আমরা সরাসরি তাদের নিয়ে কাজ করবো।

গত জানুয়ারি মাসের কল্পতরু মেলার অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে, গত ২১শে মার্চ বিশ্ব অরণ্য সপ্তাহ তথা বসুন্ধরা দিবস ও ৫ই জুন পরিবেশ দিবস পালনে স্কুল পড়ুয়াদের আনসগ্রহনকে সুনিশ্চিত করার মাধ্যমে সেভাবেই আমরা কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করতে চেষ্টা করছি।

বহু সংস্থা যারা ইতি মধ্যেই প্রতিষ্ঠিত তাঁরা অসম্ভব সহযোগিতা করে চলেছেন।তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই বিদ্যালয় কর্তৃপক্ষ কে। আজ যে সমস্ত গাছ আমরা উপহার দিয়েছি সেগুলি হল-পেয়ারা, বেল, বাতাবি লেবু, জাম, জামরুল, বেল, দেবদারু, টগর ও রঙ্গন।
ড. বিরাজলক্ষী ঘোষ’র ফেসবুক থেকে























