ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

Obaidul Quader : বিএনপির দম ফুরানো নীরব পদযাত্রা: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

ওবায়দুল কাদের : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দম ফুরিয়ে যাওয়ায় বিএনপির নেতারা লাফালাফি বন্ধ করে দিয়ে নীরব পদযাত্রার কর্মসূচি করছেন। বিএনপির নেতাদের শক্তি কমে আসছে।

মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আয়োজিত এক সমাবেশ ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

কাদের বলেন, বিএনপির এই পদযাত্রা দেখলে মনে হয়, কেউ মারা গেলে যে নীরব একটা শোভাযাত্রা হয়, তাদের পদযাত্রা অনেকটা এ রকম নীরব যাত্রা। এ দিয়ে সরকার পতনের স্বপ্ন ভুয়া। মানুষের শক্তি যখন কমে আসে, তখন তার মুখের বিষ তখন উগরে দেয়। বিএনপির এমন দশা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন নাকি মাগুরার নির্বাচনের ধাঁধা। নির্বাচন কিন্তু এখনো হয়নি। মাগুরার উপনির্বাচন গুন্ডা-হুন্ডা, সকাল ১০টার মধ্যেই ভোট শেষ। এরপর আর লোক নেই। সেই নির্বাচন হবে না। মাগুরা মার্কা ফ্রি স্টাইল নির্বাচন আগামীকাল হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন নির্বাচনই হবে। আওয়ামী লীগ ও লোকদের অধিকার আছে কাউকে সমর্থনের। সেখানে আমরা আমাদের কোনো প্রার্থী দিইনি। সে কারণে আমরা সেখানে একজকে সমর্থন দিয়েছি। তার অর্থ এই নয়, আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে হুংকার দিচ্ছেন। কোথায় সেই বিদেশ! সৎ সাহস থাকে তো আসুন। লন্ডন থেকে হুংকার ছাড়েন কেন? দেশে আসুন, সৎ সাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন।

তারেক রহমানকে কাপুরুষ মন্তব্য করে মন্ত্রী বলেন, আপনি তো কাপুরুষ। কাপুরুষ কেন? রাজনীতি করব না, জরুরি সরকারের কাছে এমন মুচলেকা দিয়ে তিনি লন্ডনে পারি জমিয়েছেন। কয় বছর? ২০০৭ থেকে ১৫-১৬ বছর হলো। তিনি আর ফিরে এলেন না। এখন ফখরুল তারেক রিমোট কন্ট্রোলে আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন কাদের।

সব রঙিন খোয়াব অচিরেই কর্পূরের মতো উবে যাবে। খোয়াব দেখছেন তো ক্ষমতার? হায় রে ময়ূর-সিংহাসন। আর ফিরে আসবে না। মহারানি ভিক্টোরিয়ার মতো ক্ষমতার মঞ্চে বসবেন, সেই দিন চলে গেছে। ফিরে কি আসবে কোনো দিন? বিএনপি দিবাস্বপ্ন দেখতে থাকুক আর আওয়ামী লীগ) উন্নয়ন করতে থাকব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Obaidul Quader : বিএনপির দম ফুরানো নীরব পদযাত্রা: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দম ফুরিয়ে যাওয়ায় বিএনপির নেতারা লাফালাফি বন্ধ করে দিয়ে নীরব পদযাত্রার কর্মসূচি করছেন। বিএনপির নেতাদের শক্তি কমে আসছে।

মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আয়োজিত এক সমাবেশ ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

কাদের বলেন, বিএনপির এই পদযাত্রা দেখলে মনে হয়, কেউ মারা গেলে যে নীরব একটা শোভাযাত্রা হয়, তাদের পদযাত্রা অনেকটা এ রকম নীরব যাত্রা। এ দিয়ে সরকার পতনের স্বপ্ন ভুয়া। মানুষের শক্তি যখন কমে আসে, তখন তার মুখের বিষ তখন উগরে দেয়। বিএনপির এমন দশা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন নাকি মাগুরার নির্বাচনের ধাঁধা। নির্বাচন কিন্তু এখনো হয়নি। মাগুরার উপনির্বাচন গুন্ডা-হুন্ডা, সকাল ১০টার মধ্যেই ভোট শেষ। এরপর আর লোক নেই। সেই নির্বাচন হবে না। মাগুরা মার্কা ফ্রি স্টাইল নির্বাচন আগামীকাল হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন নির্বাচনই হবে। আওয়ামী লীগ ও লোকদের অধিকার আছে কাউকে সমর্থনের। সেখানে আমরা আমাদের কোনো প্রার্থী দিইনি। সে কারণে আমরা সেখানে একজকে সমর্থন দিয়েছি। তার অর্থ এই নয়, আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করছি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে হুংকার দিচ্ছেন। কোথায় সেই বিদেশ! সৎ সাহস থাকে তো আসুন। লন্ডন থেকে হুংকার ছাড়েন কেন? দেশে আসুন, সৎ সাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন।

তারেক রহমানকে কাপুরুষ মন্তব্য করে মন্ত্রী বলেন, আপনি তো কাপুরুষ। কাপুরুষ কেন? রাজনীতি করব না, জরুরি সরকারের কাছে এমন মুচলেকা দিয়ে তিনি লন্ডনে পারি জমিয়েছেন। কয় বছর? ২০০৭ থেকে ১৫-১৬ বছর হলো। তিনি আর ফিরে এলেন না। এখন ফখরুল তারেক রিমোট কন্ট্রোলে আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন কাদের।

সব রঙিন খোয়াব অচিরেই কর্পূরের মতো উবে যাবে। খোয়াব দেখছেন তো ক্ষমতার? হায় রে ময়ূর-সিংহাসন। আর ফিরে আসবে না। মহারানি ভিক্টোরিয়ার মতো ক্ষমতার মঞ্চে বসবেন, সেই দিন চলে গেছে। ফিরে কি আসবে কোনো দিন? বিএনপি দিবাস্বপ্ন দেখতে থাকুক আর আওয়ামী লীগ) উন্নয়ন করতে থাকব।