Missile : মিসাইল ফায়ারিং যুগে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রথমবারের মতো বাংলাদেশে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এমএলআরএস-এর ফায়ারিং অনুষ্ঠিত হলো। সেনাবাহিনীতে নব-সংযোজিত এ টাইগার এমএলআরএস’র যৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং কার্যক্রম অনুষ্ঠিত হয় মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এতথ্য জানায়।
টেকনাফের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী ফায়ারিংকালীন সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ।
প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এমএলআরএস-এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের অভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা।




















