militant : দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ শিবির, ১০ জঙ্গি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
উদ্ধারকৃত গোলাবারুদ ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে রীতিমত চুক্তিপত্র স্বাক্ষর! পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে উগ্র জঙ্গিবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ জঙ্গি প্রশিক্ষণে তিন বছর মেয়াদে চুক্তিপত্র স্বাক্ষর করে।
পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি দুর্গম পাহাড়ে গড়ে তোলা জঙ্গি প্রশিক্ষণ শিবিরে মাসিক ৩ লাখ টাকার বিনিময়ে প্রশিক্ষণ দিয়ে আসছিল। ২০২১-২০২৩ তিন বছর মেয়াদে জঙ্গিদের প্রশিক্ষণ দিতে বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে চুক্তি করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।
প্রায় দুই সপ্তাহ ধরে যৌথ বাহিনীর অভিযানে ১০ জঙ্গিকে গ্রেপ্তার হয়। প্রশিক্ষণ শিবিরে অন্তত ৫০জন জঙ্গি থাকার কথা জানায় র্যাব। তাতে করে নতুন নতুন উগ্রবাদী জঙ্গি সংগঠন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে সক্রিংয় তা ফের প্রমাণ হলো। জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে জানাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) শুক্রবার বান্দরবানে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গিরা অন্তত দুই বছরের বেশি সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। কথিত হিজরতের নামে জঙ্গি সংগঠনে যোগদান করে এবং দেশের বিভিন্ন স্থানে কয়েক ধাপের কর্মকেন্দ্রিক স্তর অতিক্রম করে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নিখোঁজ যুবকদের প্রশিক্ষণ নিতে পার্বত্যাঞ্চলে পাঠানো হয়। অভিযানে ৯টি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি, হাত বোম্ব, দেশীয় পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও মানচিত্র জব্দ করে র্যাব।

























