Jammu-Kashmir : কাশ্মীরে দুই জঙ্গিকে পাকড়াও
- আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ২৪৮ বার পড়া হয়েছে
ধৃত জঙ্গীদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ : ছবি সংগৃহিত
‘পুলিশ তাদের কাছ থেকে দুটি একে অ্যাসল্ট রাইফেল, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল উদ্ধার করেছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গ্রামবাসীদের সাহসের জন্য ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন। কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং এই বীরত্বপূর্ণ কাজের জন্য গ্রামবাসীদের জন্য ২ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন’
ভয়েস ডিজিটাল ডেস্ক
অমরনাথ যাত্রার কারণে কড়া নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে জম্মু-কাশ্মিরকে। চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। তাতেই মিলেছে সাফল্য। দুই লস্কর-ই-তইবা জঙ্গিকে আটক করে গ্রামবাসী। সঙ্গে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে তারা। দুই জঙ্গিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই কাশ্মীরে জঙ্গি দমনে কড়া ভূমিকা নিয়েছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি শান্তি রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সাধারণ মানুষও। গ্রামবাসীদের এমন সাহসিকতার জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর সরকার।
‘জম্মু ও কাশ্মিরের রিয়াসি জেলায় গ্রামবাসীদের সহায়তায় পুলিশে দেওয়া হয়েছে সন্ত্রাসী সংগঠনের অন্যতম মোস্ট ওয়ান্টেড কমান্ডারসহ লস্কর-ই-ঈতবা (এলইটি) দুই জঙ্গীকে’
I salute the bravery of villagers of Tukson Dhok, Reasi, who apprehended two most-wanted terrorists. Such determination by common man shows end of terrorism is not far away. UT Govt to extend Rs. 5 Lakh cash reward to villagers for gallant act against terrorists and terrorism.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) July 3, 2022
ধৃত লস্কর কমান্ডার তালিব হুসেন রাজৌরি জেলার বাসিন্দা। জম্মুর এই জেলায় সাম্প্রতিক আইইডি বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী ছিল। অন্য জঙ্গিকে ফয়জল আহমেদ দার নামে চিহ্নিত করা হয়েছে। যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার শ্রেণীবদ্ধ সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত ছিল। দুজনকেই কাশ্মীরের টুকসান গ্রামে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ তাদের কাছ থেকে দুটি একে অ্যাসল্ট রাইফেল, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল উদ্ধার করেছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গ্রামবাসীদের সাহসের জন্য ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন। অন্যদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং সাহসিকতা প্রদর্শনের জন্য গ্রামবাসীদের জন্য ২ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন।
J&K | 2 terrorists of LeT apprehended by villagers of Tuksan, Reasi district, with weapons. 2AK rifles, 7 grenades and a pistol recovered. DGP announces a reward of Rs 2 lakhs for villagers: ADGP Jammu
Apprehended terrorists identified as Faizal Ahmed Dar and Talib Hussain. pic.twitter.com/frBrBrktv5
— ANI (@ANI) July 3, 2022
দু বছর পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। বার্ষিক এই তীর্থযাত্রাকে সুরক্ষিত ভাবে পরিচালনা করতে একধিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রাপথে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর অতিরিক্ত দল। সন্ত্রাসবাদীদের একাধিক হুমকি থাকার কারণেই বিশেষ নজর দেওয়া হয়েছে এবং উপত্যাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান।
























