Gujarat : গুজরাটে সেতু ছিঁড়ে নিহত ১৪১, চলছে উদ্ধার কাজ
- আপডেট সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ছিঁড়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। সেতুটি ব্রিটিশ আমলের। নিহত সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতুটি সংস্কারের পর সম্প্রতি খুলে দেওয়া হয়। এর মধ্যেই রবিবার রাতে সেতুটি হঠাৎ ছিঁড়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিখোঁজদের সন্ধানে রাত থেকেই তৎপর রয়েছেন
উদ্ধারকর্মীরা।
জানা গিয়েছে, সেতুটি ছিঁড়ে সময় প্রায় ৫০০ মানুষ ছিলেন। ছট পূজার প্রার্থনার জন্যও অনেকে সেখানে জড়ো হয়েছিলেন।
আহমেদাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত ১৫০ বছরের পুরোনা সেতুটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। দীপাবলির আগেও সংস্কারের কাজ হয়েছিল। প্রায় সাত মাস বন্ধ ছিল এটি।
এ ঘটনায় গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেন, এটি গত সপ্তাহে সংস্কার হয়েছিল। আমরা হতবাক। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে তার সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ রুপি ও প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে।





















