ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

Garments export : অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

তৈরি পোষাক ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অপ্রচলিত বা নতুন বাজারে রপ্তানি আয় বাড়ছে। জ্বালানিসংকট আর বিশ্ববাজারে চাহিদা যখন কমে আসার মতো পরিস্থিতির মধ্যেও পোষাক রপ্তানিখাতে এই সুখবর আসলো।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ইউরোপের বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের ১.৬৬ বিলিয়ন থেকে ১৭.৪০ শতাংশে বেড়ে ১.৯৫ বিলিয়ন ডলার হয়েছে।

এই সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো দেশে রপ্তানি ৩৬.৩৫ শতাংশ, ২২.৭১ শতাংশ, ৩৬.৭৫ শতাংশ, ২৩.০৩ শতাংশ ও ১৮.০৭ শতাংশ বেড়েছে। একই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২৩.৭৫ শতাংশ বেড়ে ৬৭৪.৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ছবি সংগ্রহ

প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়াতে যথাক্রমে ৪৯.৯৯ শতাংশ, ৫৫.৭৩ শতাংশ, ২.৬০ শতাংশ ও ১৯.৫৯ শতাংশ রপ্তানি বেড়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি আগের একই সময়ের চেয়ে ৩১ শতাংশেরও বেশি হয়েছে। যেখানে ২৭ দেশের জোট ইইউতে রপ্তানি বেড়েছে ১০ শতাংশেরও কম।

জোটের প্রধান বাজার জার্মানিতে রপ্তানি কমেছে প্রায় ৭ শতাংশ। অন্যদিকে একক দেশ হিসেবে প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৬ শতাংশের মতো। তৈরি পোশাক উদ্যোক্তারা জানান, প্রচলিত বাজারের ওপর অতিনির্ভরতা কমিয়ে আনতে চান তারা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি সংগ্রহ

এসব বাজারে কী ধরনের পোশাকের চাহিদা বেশি, কোন মৌসুমে কী ধরনের পোশাকের কদর রয়েছে, এসব বিষয়ে গবেষণা করা হচ্ছে। ব্যবসায়ী ও কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ফলে ভবিষ্যতে অপ্রচলিত বাজারের রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন তারা।

গত অর্থবছরে অপ্রচলিত বাজারগুলোতে মোট ৮৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত তিন অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। আগের দুই অর্থবছরে এ পরিমাণ ছিল যথাক্রমে ৬৩৭ ও ৫০৮ কোটি ডলার।

বড় অঙ্কে রপ্তানি বাড়ার ফলে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিস্যাও বেড়েছে। অপ্রচলিত বাজারের অংশ গত অর্থবছরে দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ১৫ শতাংশেরও কম। অপ্রচলিত রপ্তানি বাজারের হিস্যা বেড়ে যাওয়ার কারণে কমেছে প্রচলিত বাজারের হিস্যা।

ছবি সংগ্রহ

গত অর্থবছর শেষে ইইউর হিস্যা এখন ৫০ দশমিক শূন্য ৭ শতাংশ, যা আগের অর্থবছর পর্যন্ত ছিল ৫০ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হিস্যা কমে হয়েছে ১৮ শতাংশ, যা আগের অর্থবছর পর্যন্ত ছিল ২১ শতাংশ।

যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্য ও কানাডাকে প্রচলিত বাজার হিসেবে বিবেচনা করা হয়। এর বাইরের অন্য দেশগুলোকে অপ্রচলিত বাজার হিসেবে ধরা হয়। অপ্রচলিত বাজারের মধ্যে ১৫টি দেশ উল্লেখযোগ্য। চীন, জাপান, ভারত, রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়ার মতো দেশ রয়েছে এ তালিকায়। বৈচিত্র্য আনতে নতুন বাজারে রপ্তানিতে ৪ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।

অপ্রচলিত বাজারের মধ্যে প্রতিবেশী ভারতকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হয়। গত অর্থবছরে প্রথমবারের মতো দেশটিতে রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। রপ্তানি হয়েছে ১০১ কোটি ডলারের পোশাক, যা আগের অর্থবছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। ঐ অর্থবছর রপ্তানির পরিমাণ ছিল ৭২ কোটি ডলারের কিছু কম।

অপ্রচলিত বাজারের মধ্যে জাপান সবচেয়ে বড়। গত অর্থবছর দেশটিতে রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ। ১৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে, যা আগের অর্থবছর ছিল ১১০ কোটি ডলার। অস্ট্রেলিয়াতে রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। ১১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৮১ কোটি ডলার। রাশিয়া এবং চিলি ছাড়া অপ্রচলিত সব বাজারেই রপ্তানি বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Garments export : অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ

আপডেট সময় : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

অপ্রচলিত বা নতুন বাজারে রপ্তানি আয় বাড়ছে। জ্বালানিসংকট আর বিশ্ববাজারে চাহিদা যখন কমে আসার মতো পরিস্থিতির মধ্যেও পোষাক রপ্তানিখাতে এই সুখবর আসলো।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ইউরোপের বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের ১.৬৬ বিলিয়ন থেকে ১৭.৪০ শতাংশে বেড়ে ১.৯৫ বিলিয়ন ডলার হয়েছে।

এই সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো দেশে রপ্তানি ৩৬.৩৫ শতাংশ, ২২.৭১ শতাংশ, ৩৬.৭৫ শতাংশ, ২৩.০৩ শতাংশ ও ১৮.০৭ শতাংশ বেড়েছে। একই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২৩.৭৫ শতাংশ বেড়ে ৬৭৪.৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ছবি সংগ্রহ

প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়াতে যথাক্রমে ৪৯.৯৯ শতাংশ, ৫৫.৭৩ শতাংশ, ২.৬০ শতাংশ ও ১৯.৫৯ শতাংশ রপ্তানি বেড়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি আগের একই সময়ের চেয়ে ৩১ শতাংশেরও বেশি হয়েছে। যেখানে ২৭ দেশের জোট ইইউতে রপ্তানি বেড়েছে ১০ শতাংশেরও কম।

জোটের প্রধান বাজার জার্মানিতে রপ্তানি কমেছে প্রায় ৭ শতাংশ। অন্যদিকে একক দেশ হিসেবে প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৬ শতাংশের মতো। তৈরি পোশাক উদ্যোক্তারা জানান, প্রচলিত বাজারের ওপর অতিনির্ভরতা কমিয়ে আনতে চান তারা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি সংগ্রহ

এসব বাজারে কী ধরনের পোশাকের চাহিদা বেশি, কোন মৌসুমে কী ধরনের পোশাকের কদর রয়েছে, এসব বিষয়ে গবেষণা করা হচ্ছে। ব্যবসায়ী ও কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ফলে ভবিষ্যতে অপ্রচলিত বাজারের রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন তারা।

গত অর্থবছরে অপ্রচলিত বাজারগুলোতে মোট ৮৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত তিন অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। আগের দুই অর্থবছরে এ পরিমাণ ছিল যথাক্রমে ৬৩৭ ও ৫০৮ কোটি ডলার।

বড় অঙ্কে রপ্তানি বাড়ার ফলে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিস্যাও বেড়েছে। অপ্রচলিত বাজারের অংশ গত অর্থবছরে দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ১৫ শতাংশেরও কম। অপ্রচলিত রপ্তানি বাজারের হিস্যা বেড়ে যাওয়ার কারণে কমেছে প্রচলিত বাজারের হিস্যা।

ছবি সংগ্রহ

গত অর্থবছর শেষে ইইউর হিস্যা এখন ৫০ দশমিক শূন্য ৭ শতাংশ, যা আগের অর্থবছর পর্যন্ত ছিল ৫০ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হিস্যা কমে হয়েছে ১৮ শতাংশ, যা আগের অর্থবছর পর্যন্ত ছিল ২১ শতাংশ।

যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্য ও কানাডাকে প্রচলিত বাজার হিসেবে বিবেচনা করা হয়। এর বাইরের অন্য দেশগুলোকে অপ্রচলিত বাজার হিসেবে ধরা হয়। অপ্রচলিত বাজারের মধ্যে ১৫টি দেশ উল্লেখযোগ্য। চীন, জাপান, ভারত, রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়ার মতো দেশ রয়েছে এ তালিকায়। বৈচিত্র্য আনতে নতুন বাজারে রপ্তানিতে ৪ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।

অপ্রচলিত বাজারের মধ্যে প্রতিবেশী ভারতকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হয়। গত অর্থবছরে প্রথমবারের মতো দেশটিতে রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। রপ্তানি হয়েছে ১০১ কোটি ডলারের পোশাক, যা আগের অর্থবছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। ঐ অর্থবছর রপ্তানির পরিমাণ ছিল ৭২ কোটি ডলারের কিছু কম।

অপ্রচলিত বাজারের মধ্যে জাপান সবচেয়ে বড়। গত অর্থবছর দেশটিতে রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ। ১৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে, যা আগের অর্থবছর ছিল ১১০ কোটি ডলার। অস্ট্রেলিয়াতে রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। ১১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৮১ কোটি ডলার। রাশিয়া এবং চিলি ছাড়া অপ্রচলিত সব বাজারেই রপ্তানি বেড়েছে।