Female footballer : খোয়ার যাওয়ার দ্বিগুণ টাকা পেলেন নারী ফুটবলাররা
- আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকার বিমানবন্দরে সাফ ফুটবলের শিরোপা জয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে চুরি যাওয়ার ঘটনায় দেশজুড়ে ঘৃণার জন্ম দিয়েছে। এমন ঘটনায় থ মেরে গিয়েছে প্রশাসন। তবে ফুটবলারদের টাকা চুরির ঘটনা প্রকাশ পেতেই নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঘোষণা দিয়েছিলেন, টাকা পাওয়া না গেলে বাফুফে ক্ষতিপূরণ দেবে। ফুটবলারদের সেই টাকার দেবার কথা বলেছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিনও। অবশেষে খোয়া যাওয়া টাকার দ্বিগুণ ক্ষতিপূরণ পেলেন কৃষ্ণারা।
সূত্রের খবর, কৃষ্ণা রানী সরকার দেড় লাখ, শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছে। ফাইনালের আগে ফেসবুক পোস্ট দিয়ে ভাইরাল হওয়া সানজিদা টাকা চুরি যাওয়ার পর জানিয়েছিলেন, ওই টাকায় তিনি একটা আইফোন কেনার পরিকল্পনা করেছিলেন। তাই তাকে আইফোনই দেওয়া হয়েছে। নারী ফুটবলার শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে ৪০০ ডলার, কৃষ্ণা আর সানজিদার ব্যাগ থেকে খোয়া যায় ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। তাদেরকে খোয়া যাওয়া টাকার দ্বিগুণেরও বেশি ক্ষতিপূরণ হিসেবে দিল ফেডারেশন।





















