সংবাদ শিরোনাম ::
Female doctor killed : নারী চিকিৎসকে গলাকেটে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২৯১ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকার একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এমবিবিএস পাশ করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন জান্নাতুল।
পরে রেজাউল করিমকে পাওয়া যায়নি। খবর পেয়ে বুধবার রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জান্নাতুল-রেজাউলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রেজাউলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন জান্নাতুল ও রেজাউল। নিহতের পরিবার বলছে, রেজাউল তাদের পূর্বপরিচিত এবং জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।



















