EID : ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী, ট্রেনের বগির কয়েকটি চাকার স্প্রিং ভেঙ্গে গেছে
- আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে
তবুও নাড়ির টানে ঘরে ফেরা
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ট্রেন, বাস টার্মিনালে অপেক্ষা চিত্র। ছোট্ট শিশুদের নিয়ে প্রচন্ড খরতাপের মধ্যে কাক ডাকা ভোর থেকে বাস টার্মিনালে হাজারো যাত্রীর অপেক্ষা করছেন। ভোর ৬টার বাস ১১টায়ও আসেনি। ট্রেনের যাত্রা কয়েক ঘন্টা বিলম্বে।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত সিঙ্গেল হওয়ায় উত্তরজনপদের প্রতিটি ট্রেনের ৪/৫ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌছে।
ওভারলোডের কারণে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশনে সকাল ৫টা ৪৫ মিনিটের ঘটনা।
একমাত্র সরকারী পরিবহন বিআরটিসি বিভিন্ন জেলায় ঈদ স্পাশাল সার্ভিস চালু করেছে।
রয়েল-মৈত্রী পরিবহনের প্রসান্ত বাবু জানালেন, ঈদে ভারতে প্রচুর পর্যটক যাচ্ছেন। তাদের টিকিট নেই।
ভোর ৬টায় বাস টার্মিনালে েএসে সাড়ে ১১টা পর্যন্ত বাস আসেনি
বৃহস্পতিবার রাত ১টায় উত্তরাঞ্চলের যেসব যাত্রী ঢাকা ছেড়েছেন, সেইসব যাত্রী সকাল ১০টায় বঙ্গবন্ধু সেতু পার হতে পেরেছেন। শিডিউল বিপর্যয়ে রাত ১১টার বাস ছাড়ে ১টায়।
শ্যামলী থেকে গাবতলী এক কিলোমিটারের পথ পেরুতে সময় লাগছে সাড়ে তিন ঘণ্টা। রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছেন হাজারো যাত্রী।





















