educational institution : জোয়ারের জলে সয়লাব স্কুল

- আপডেট সময় : ০৯:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ২৫১ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্কুলের মাঠ সয়লাব হয়ে ক্লাশরুমেও হাটু জল। মেঘনা নদীর তীরবর্তী এলাকার অন্তত ২১টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত সহস্রারাধিক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ জলবন্দি। এসময় জোয়ারের স্রোতে কাচা ও পাকা সড়ক, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর জোয়ারের জল স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতিতে গত এক সপ্তাহ ধরে চরাঞ্চল ও নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে।
রবিবার দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক, মধ্য চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন দাসসহ প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, গত এক সপ্তাহ ধরে জোয়ারের জল বিদ্যালয়ের আঙ্গিনা এবং শ্রেণিকক্ষে প্রবেশ করে। একারণে ক্লাশ বন্ধ রাখতে হয়েছে।