dengue : ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে প্রতিনিয়ত ডেঙ্গু বিস্তার ঘঠছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৭ জনে পৌছে গেছে। বাংলাদেশের দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধে হিমশিম খাচ্ছে হাসপাতাল বকর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে অনেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৩ জন ডেঙ্গু রোগী। যার মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৭৫৪ জন ভর্তি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৭৭৯ জন এবং ঢাকার বাইরের ৭৫৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩০৪ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা নগরীতে ৯৬ জন এবং ঢাকা বাইরে ৩১ জন রয়েছে। চলতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।
যার মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৭৬ জন ও ঢাকার বাইরে ৮ হাজার ৫২৪ জন। জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু রেকর্ড। জুলাইয়ে ডেঙ্গুতে ৮০ জনের মারা গেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল মাত্র ৯ জন। গত বছর মৃত্যু হয়েছে ২৮১ জন, ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জন, ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়েছে।




















