ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন সামনে রেখে লুটের অস্ত্র উদ্ধার নিয়ে  শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ গোপালগঞ্জের শ্রমিক নেতা বাসু হত্যা: এক দশক পর পাঁচ আসামির মৃত্যুদণ্ড উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত ইরানের দিকে আরও মার্কিন সামরিক বহর: চাপ ও সমঝোতার বার্তায় বাড়ছে উত্তেজনা সেন্টমার্টিন ও টেকনাফে নবনির্মিত দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক জাতীয় স্বার্থে বৈদেশিক নীতিতে ন্যূনতম রাজনৈতিক ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা চট্টগ্রামের বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে মানবতার স্মরণে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা বেতন বাড়ানোর ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার নির্বাচনে জনগণের আস্থা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ড. ইউনূসের

CORONA :  ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে, আশঙ্কা গবেষকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ২৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘করোনার সংক্রমণ ও মৃত্যুহার আরও বাড়বে। মঙ্গলবার চীনে নতুন করে আরও পাঁচজন মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে, এ অবস্থায় দেশটির অর্থনীতি ও বাণিজ্যর ওপর এর প্রভাব পড়বে। চীন এখন স্বাস্থ্যব্যবস্থাকে জোরদারের চেষ্টা করছে’

গবেষণা বলছে, ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে, আশঙ্কা গবেষকদের

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনে কয়েক সপ্তাহ মৃত্যুশূন্য থাকার পর সোমবার করোনায় দুজন এবং মঙ্গলবার আরও পাঁচজন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত ৫ হাজার ২৪২ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। বৈশ্বিকভাবে করোনায় মৃত্যুহারের বিবেচনায় এ সংখ্যা খুব কম হলেও সম্প্রতি প্রকোপ বাড়তে থাকায় এ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর পর লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ জারি রেখেছিল চীন সরকার। তবে ব্যাপক বিক্ষোভের মুখে ৭ ডিসেম্বর করোনার কঠোর বিধিনিষেধগুলোর বেশির ভাগই প্রত্যাহার করে নেয়। এর পর থেকে দেশটিতে আবারও করোনার সংক্রমণের হার বাড়তে থাকে।

তখন থেকে কিছু হাসপাতাল রোগীতে ভরে গেছে। ওষুধের দোকানগুলোতে প্রয়োজন অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না।

করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় চীনে ভাইরাসটির সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে, এমনকি ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ১ এপ্রিলের দিকে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বছরের সে সময় পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছুঁয়ে যাবে।

চলতি ডিসেম্বরে বিক্ষোভের মধ্যে করোনার বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। এর পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছেই। আগামী মাসে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্যাপন করা হবে। উৎসবটি ঘিরে দেশটির ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিস্টোফার মুরে বলেন, চীনের শূন্য করোনা নীতি (জিরো-কোভিড) ভাইরাসটির আগের ধরনগুলো রুখতে হয়তো কার্যকর ছিল। তবে শক্তিশালী অমিক্রন ধরন ঠেকিয়ে রাখা দেশটির জন্য এক প্রকার অসম্ভব হবে।

করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যুর খবর প্রকাশ করেনি চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটি সর্বশেষ ৩ ডিসেম্বর ভাইরাসটিতে মৃত্যুর খবর সামনে এনেছিল। চীনে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৫ হাজার ২৩৫।

বিশেষজ্ঞদের মতে, আসছে জানুয়ারিতে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তখন দেশটির প্রায় ৬০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। সবচেয়ে ঝুঁকিতে থাকবেন বয়স্ক ও আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত এমন ব্যক্তিরা।

ইউনিভার্সিটি অব হংকংয়ের দেওয়া তথ্য বলা হচ্ছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ থেকে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এই সময়ে দেশটিতে প্রতি ১০ লাখে ৬৮৪জন মানুষ করোনায় মৃত্যু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

CORONA :  ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে, আশঙ্কা গবেষকদের

আপডেট সময় : ০৪:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

‘করোনার সংক্রমণ ও মৃত্যুহার আরও বাড়বে। মঙ্গলবার চীনে নতুন করে আরও পাঁচজন মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে, এ অবস্থায় দেশটির অর্থনীতি ও বাণিজ্যর ওপর এর প্রভাব পড়বে। চীন এখন স্বাস্থ্যব্যবস্থাকে জোরদারের চেষ্টা করছে’

গবেষণা বলছে, ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে, আশঙ্কা গবেষকদের

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনে কয়েক সপ্তাহ মৃত্যুশূন্য থাকার পর সোমবার করোনায় দুজন এবং মঙ্গলবার আরও পাঁচজন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত ৫ হাজার ২৪২ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। বৈশ্বিকভাবে করোনায় মৃত্যুহারের বিবেচনায় এ সংখ্যা খুব কম হলেও সম্প্রতি প্রকোপ বাড়তে থাকায় এ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর পর লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ জারি রেখেছিল চীন সরকার। তবে ব্যাপক বিক্ষোভের মুখে ৭ ডিসেম্বর করোনার কঠোর বিধিনিষেধগুলোর বেশির ভাগই প্রত্যাহার করে নেয়। এর পর থেকে দেশটিতে আবারও করোনার সংক্রমণের হার বাড়তে থাকে।

তখন থেকে কিছু হাসপাতাল রোগীতে ভরে গেছে। ওষুধের দোকানগুলোতে প্রয়োজন অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না।

করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় চীনে ভাইরাসটির সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে, এমনকি ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ১ এপ্রিলের দিকে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বছরের সে সময় পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছুঁয়ে যাবে।

চলতি ডিসেম্বরে বিক্ষোভের মধ্যে করোনার বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। এর পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছেই। আগামী মাসে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্যাপন করা হবে। উৎসবটি ঘিরে দেশটির ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিস্টোফার মুরে বলেন, চীনের শূন্য করোনা নীতি (জিরো-কোভিড) ভাইরাসটির আগের ধরনগুলো রুখতে হয়তো কার্যকর ছিল। তবে শক্তিশালী অমিক্রন ধরন ঠেকিয়ে রাখা দেশটির জন্য এক প্রকার অসম্ভব হবে।

করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যুর খবর প্রকাশ করেনি চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটি সর্বশেষ ৩ ডিসেম্বর ভাইরাসটিতে মৃত্যুর খবর সামনে এনেছিল। চীনে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৫ হাজার ২৩৫।

বিশেষজ্ঞদের মতে, আসছে জানুয়ারিতে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তখন দেশটির প্রায় ৬০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। সবচেয়ে ঝুঁকিতে থাকবেন বয়স্ক ও আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত এমন ব্যক্তিরা।

ইউনিভার্সিটি অব হংকংয়ের দেওয়া তথ্য বলা হচ্ছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ থেকে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এই সময়ে দেশটিতে প্রতি ১০ লাখে ৬৮৪জন মানুষ করোনায় মৃত্যু হতে পারে।