Coldest city : যে শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি!
- আপডেট সময় : ১০:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে
বিশ্বের শীতলতম শরহরেও নিয়ম মাফিক চলছে সব। কি করে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক।
‘কীভাবে মোকাবিলা করছেন বাসিন্দারা? ঠান্ডার মধ্যেও দিনযাপন করছেন এই শহরের বাসিন্দারা’
ঠান্ডার মধ্যেও দিনযাপন করছেন সাইবেরিয়ার এই শহরের বাসিন্দারা
অনলাইন ডেস্ক
বিশ্বের শীতলতম শরহরেও নিয়ম মাফিক চলছে সব। কি করে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক।
এমন ঠান্ডার সঙ্গে মোকাবিলা করা মুশকিল। তাই আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি নেন শহরের বাসিন্দারা। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রিতে নেমে আসলেই যেখানে ঠান্ডায় কাবু হয়ে যায় সাধারণ মানুষ। স্তব্ধ হয়ে যায় সাধারণ কর্মকাণ্ড, সেখানে তাপমাত্রা যদি মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যায়, তাহলে তার মোকাবিলা কীভাবে করতে হবে, ভাবলেই হাত-পা জমে যায়।
কিন্তু এরই মধ্যে বিশ্বের শীতলতম দেশ রাশিয়ার সাইবেরিয়ার শহর ইয়াকুটস্ক-কে বর্তমানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। সাইবেরিয়ার এই শহরটিই বিশ্বের সবথেকে শীতলতম শহর হিসেবে পরিচিত।
মস্কো থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই খনি শহরের বাসিন্দারা অবশ্য এমন ঠান্ডার সঙ্গে পরিচিত। কারণ মাঝেমধ্যেই এখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে যাবার ঘটনা রয়েছে।

শহরের বাসিন্দারা বলছেন, এই ঠান্ডার সঙ্গে মোকাবিলা করা মুশকিল। তাই আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি নেন তাঁরা। শীতকে মোকাবিলা করতে যত রকমের প্রস্তুতি নেওয়ার তার করেন এখানের মানুষ।
নুরগুসুন স্তারোসতিনা নামে স্থানীয় বাজারের এক মাছ বিক্রেতা বলেন, মাছ রাখার জন্য তাঁর কোনও ফ্রিজ লাগে না। শহরের যা তাপমাত্রা, তাতে এমনিতেই সব মাছ টাটকা থাকে!

মাইনাস ৫০ ডিগ্রিতে মাছ না হয় টাটকা থাকল, কিন্তু তিনি এর মোকাবিলা করেন কীভাবে? নুরগুসুনের জবাব, আপনাকে বাঁধাকপির মতো কায়দায় পোশাক পরতে হবে। যাতে অনেকগুলো স্তর থাকে আর শরীর গরম থাকে!




















