Bhupen Hazarika : মুক্তিযুদ্ধে ভুপেন হাজারিকার গান প্রেরণা যুগিয়েছে
- আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূপেন হাজারিকার গান প্রেরণা যুগিয়েছে। গণসংগীতের কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবসে বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রকের প্রতিমন্ত্রী কে এম খালিত আলোচনায় অংশ নিয়ে বলেন, ভারত তথা উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। যা দিন দিন আরও নতুন মাত্রা পাচ্ছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর অসমের বিচ্ছিন্নতাবাদীদের (উলফা) বাংলাদেশে যে কর্মকাণ্ড ছিল, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আসার পর তা আর নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী কে. এম খালিদ বলেন, মহানশিল্পীকে মনে রেখেছে বাংলাদেশের মানুষ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শনিবার সন্ধ্যায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে ভূপেন হাজারিকার প্রয়ান দিবস পালন করে। এবারেই প্রথম নয়, প্রতিবছর এই আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। এবারে বাড়তি আয়োজনের মধ্যে ছিল অসমের নান্দনিক পণ্যে স্টল। এবারেই প্রথম নয়, ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস পালন ছাড়াও তার গান নিয়ে নানা আয়োজন করে থাকে শিল্পকলা একাডেমি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে আসা নাট্যদলের সদস্য সবিতা মজুমদার বিশাল এই আয়োজনে মুগ্ধ। তারা ভাবতেই পারছেন না ভূপেন বাবুকে নিয়ে বাংলাদেশে এতোটা আয়োজন হতে পারে।
অসমের পণ্যের একটি স্টল বসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যাতে হাতের তৈরি নান্দনিক পণ্যস্থান পেয়েছে।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। বিশিষ্ট কন্ঠশিল্পী ও ভূপেন হাজারিকার পরিবারের সদস্য মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অসমের ২০ সদস্যের একটি প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন। ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি বিবিসির শ্রোতা জরিপে সর্বকালের প্রথম ১০টি জনপ্রিয় বাংলা গানের মধ্যে স্থান করে নিয়েছিল। শেষ জীবনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় অনেক আলোচনা-সমালোচনাও হয়েছিল। মৃত্যুর পরেও ভূপেন হাজারিকার গান মানুষকে আগের মতোই মুগ্ধ করে।
























