Bangladesh-India Business Council : সিলেটে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ১১:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
শুরু হওয়া ত্রাণ কার্যাক্রম বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বানের ভাসছে বাংলাদেশের উত্তরপূর্ব সিলেট বিভাগ এবং উত্তরজনপদ। সেখানে সংকট মাথা উচু করে জানান দিচ্ছে বিশুদ্ধ খাবার জল, ওষুধসহ নানা জীবনরক্ষাকারী সামগ্রীর। সেই বানভাসি মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। তারা সেখানে ওষুধ, খাবার স্যালাইন শুকনো খাবার, বিশুদ্ধ খাবার জল ও জুস ইত্যাদি করেন।
সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন নিরাজ কুমার জয়সওয়াল।
ভারতীয় হাই কমিশন ও এসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার নগরীর বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষ এবং বন্যার্তদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আয়োজকদের তরফে বলা হয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসাটা তাদের নৈতিক কর্তব্য হিসেবে মনে কনে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছেন। শুরু হওয়া ত্রাণ কার্যাক্রম বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে বলা হয়, মুহিত পরিবার অতীতেও যেমন সিলেটবাসীর পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে থাকবে।
বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি মানতাসা আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস

কাউন্সিলের সহ-সভাপতি ডা. মালিহা মান্নান, পরিচালক ডা. রুমানা দৌলা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালেহীন মো. নাহিয়ান, বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মেহনাজ হুদা, যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য জনি প্রমুখ।























