Bangladesh flag : ফেসবুক থেকে বাংলাদেশের পতাকার ছবি সরিয়ে নিল পাকিস্তান
- আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পেজে ছবিটি আফলোড করে। এনিয়ে শনিবার ঢাকার আপত্তির পর রবিবার তা সরিয়ে নেওয়া হয়। বিদেশমন্ত্রকের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাইকমিশন ছবিটি সরিয়ে নেয়। তাদের দাবি, কোনো অসৎ উদ্দেশে ছবিটি পোস্ট করা হয়নি।
রবিবার সাংবাদিক বৈঠকে যুক্ত হয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, পাকিস্তান কিছু নমুনা পাঠিয়ে বলেছে, বিশ্বের অন্যান্য দেশের যেখানে তাদের দূতাবাস রয়েছে, সেসব দেশের পতাকাসহ তাদের ফেসবুক পেজে রয়েছে। যা সাংবাদিকদের অবহিত করেন ড. মোমেন। তিনি জানান, আপত্তির পর শেষ পর্যন্ত ঢাকায় পাকিস্তানের হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে তাদের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেওয়া ছবিটি সরিয়েছে। ড. মোমেন বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে, সেটা আমাদের পছন্দ হয়নি।
মোমেন বলেন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে। পাকিস্তান প্রতিটি দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। তিনি আরও জানান, আমরা তাদের বলেছি, এটা আমাদের পছন্দ নয়। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।
বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে বাংলাদেশ-পাকিস্তানের পতাকা জোড়া লাগিয়ে আপলোড করে। এর পর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।
























