Argentina football team : আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকা সফর প্রায় চূড়ান্ত, ব্যয় ১০০ কোটি

- আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৪০৮ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে তারা ঢাকা সফরে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে আগামী জুনে তারা আসবে বলাই যায়
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকা সফর প্রায় চূড়ান্ত। মঙ্গলবার এমনটিই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বলেছেন, আর্জেন্টিনার বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।
আর্জেন্টিনা জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে আগামী জুনে তারা আসবে বলাই যায়।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলো আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছিলো বাফুফের। সেসময় আফ্রিকার নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলো মেসিরা।
এবারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আনতে বাংলাদেশের খরচ হবে প্রায় ১০০ কোটি টাকার মতো। আর্জেন্টিনার আসা নিশ্চিত হলে তারপরই তাদের প্রতিপক্ষ নিয়ে ভাবা হবে বলেও জানিয়েছে বাফুফে।
আগামী জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার বিষয়ে সবিস্তারিত জানাতে বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।