Afghanistan : আফগানিস্তানে পুরুষ ছাড়া দোকানে যাওয়া নারীকে বেত্রাঘাত
- আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে
‘শবনম নাসিমি ভিডিওটির সঙ্গে লিখেন, পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়ার অভিযোগে তাখার প্রদেশে এক নারীকে নির্মমভাবে মারধর করছে তালেবানরা। আফগান নারীরা তালেবান শাসনের অধীনে পৃথিবীতেই নরকের সম্মুখীন হচ্ছে। আমাদের এটি উপেক্ষা করা উচিত হবে না’
আফগানিস্তানে পুরুষ ছাড়া দোকানে যাওয়ায় নারীকে বেত্রাঘাতের ভিডিওর দৃশ্য। (ছবি : শবনম নাসিমি/টুইটার)
ভয়েস ডিজিটাল ডেস্ক
আফগানিস্তান থেকে একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায় জনসমক্ষে এক নারীদের নির্মমভাবে বেত্রাঘাত করা হচ্ছে। প্রায় দুই মিনিটের ভিডিও ক্লিপটি শবনম নাসিমি নামের একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। ঘটনাটি আফগানিস্তানের তাখার প্রদেশের বলে জানা গেছে।
তালেবানের রক্ষণশীল নিয়ম লঙ্ঘন করার অভিযোগে ওই নারীদের বেত্রাঘাত করা হয়েছে বলে জানা গেছে। দেশটিতে পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়া নারীদের জন্য নিষিদ্ধ।
শবনম নাসিমি ভিডিওটির সঙ্গে লিখেছেন, পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়ার অভিযোগে তাখার প্রদেশে এক নারীকে নির্মমভাবে মারধর করছে তালেবানরা। আফগান নারীরা তালেবান শাসনের অধীনে পৃথিবীতেই নরকের সম্মুখীন হচ্ছে। আমাদের এটি উপেক্ষা করা উচিত হবে না।
https://twitter.com/NasimiShabnam/status/1598324324225662978?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1598324324225662978%7Ctwgr%5E067726ebbdbe9f7c92403a6d3dd5bbc0d3e24272%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.kalerkantho.com%2Fonline%2Fworld%2F2022%2F12%2F02%2F1209157
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চুরি ও ‘নৈতিক অপরাধের’ দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর আফগান আদালতের নির্দেশে গত বুধবার তিনজন নারী ও ১১ জন পুরুষকে বেত্রাঘাত করা হয়েছে।
এর আগে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত মাসে বিচারকদেরকে ইসলামী শরীয়াহ আইন অনুসারে শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছিলেন। যার মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, পাথর মারা এবং বেত্রাঘাত রয়েছে। এ ছাড়াও চোরদের জন্য অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলার নিয়মও রয়েছে।
তালেবানরা বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত আফগান ব্যক্তিদের বেত্রাঘাত করছে এমন ভিডিও এবং ছবি কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ সৃষ্টি করছে।
২০০১ সালের শেষের দিকে শেষ হওয়া তালেবানদের প্রথম শাসনের সময় নিয়মিতভাবে জনসম্মুখে শাস্তি প্রদান করা হতো। সে সময় দেশটির জাতীয় স্টেডিয়ামে বেত্রাঘাত এবং মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছিল।




















