সংবাদ শিরোনাম ::
জঙ্গিদের বড় ধরণের নাশকতার সামর্থ্য নেই
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
দেশে জঙ্গিগোষ্ঠীগুলো বড় ধরনের কোনো ঘটনা ঘটনানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না। গোয়েন্দা তথ্যানুযায়ী এ মুহুর্তে বাংলাদেশে জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধু হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে। র্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
র্যাবের কাছে ১৬ জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন, যাদের ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।




















