পরিকল্পনামন্ত্রী আইফোন ছিনতাই
- আপডেট সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
গাড়ির জানালার কাচ নামিয়ে কথা বলছিলেন এম এ মান্নান। হঠাৎ এক ঝটকায় আইফোন ছিনিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। তিনি বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সঙ্গে মন্ত্রীর গানম্যান গাািড় থেকে নেমে ছিনতাইকারীকে পিছু ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হন।
গত রবিবার বিজয় সরণি সিগনালে এ ঘটনা ঘটে। মন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। সিগন্যালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলছিলেন। চোখের পলকে ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার মন্ত্রকে সংবাদ মাধ্যমকে হাসির ছলে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ফোনে কথা বলার সময় ছিনতাইকারী হাত থেকে টান দিয়ে ফোন ছিনিয়ে নিয়েছে। ফোনটি আমার ছেলে কিনে দিয়েছিল।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ঘটনার দিন রাত ৮টায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ফোনটি খুঁজে বের করার চেষ্টা করছে।




















