ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী, বাড়ছে ঝড়ো হাওয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় ইয়াস ঘুম কেড়ে নিয়েছে উপকূল অঞ্চলের মানুষের। ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী। বইছে ঝড়ো হাওয়া।

বুধবার সকাল থেকেই সাতক্ষীরা এলাকায় থেমে থেমে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি অবার মাঝারি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। উপকুলের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের জল ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের ওপর আছড়ে পড়ছে।

আতঙ্কগ্রস্ত উপকূলের মানুষ। শ্যামনগর ও আশাশুনির কিছু এলাকায় বেড়িবাঁধের ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে জল। তাকে সামাল দিয়ে স্থানীয়রা হাত লাগিয়েছেন। তারা বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

জোয়ারকে সঙ্গী করেই ইয়াস উপকূলীয় অতিক্রম করবে। সেসময় স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। এলাকাবাসীকে সতর্কে মাইকিং করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রের খবর, জেলায় ১৪৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর বাইরে রয়েছে, দেড় হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। এগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারে প্রস্তুত। একইসঙ্গে সাত উপজেলার প্রতি উপজেলায় ৫টি ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১১৩টি মেডিক্যাল টিম মজুত রাখা হয়েছে। এছাড়া ১৮৩ মেট্রিক টন খাদ্যসহ নগদ ২ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপকূলীয় এলাকায় জল উন্নয়ন বোর্ডের ৮০০ মিটার বেড়িবাঁধের মধ্যে ৪৩টি পয়েন্ট মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকার মানুষ আতঙ্কগ্রস্থ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী, বাড়ছে ঝড়ো হাওয়া

আপডেট সময় : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াস ঘুম কেড়ে নিয়েছে উপকূল অঞ্চলের মানুষের। ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী। বইছে ঝড়ো হাওয়া।

বুধবার সকাল থেকেই সাতক্ষীরা এলাকায় থেমে থেমে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি অবার মাঝারি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। উপকুলের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের জল ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের ওপর আছড়ে পড়ছে।

আতঙ্কগ্রস্ত উপকূলের মানুষ। শ্যামনগর ও আশাশুনির কিছু এলাকায় বেড়িবাঁধের ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে জল। তাকে সামাল দিয়ে স্থানীয়রা হাত লাগিয়েছেন। তারা বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

জোয়ারকে সঙ্গী করেই ইয়াস উপকূলীয় অতিক্রম করবে। সেসময় স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। এলাকাবাসীকে সতর্কে মাইকিং করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রের খবর, জেলায় ১৪৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর বাইরে রয়েছে, দেড় হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। এগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারে প্রস্তুত। একইসঙ্গে সাত উপজেলার প্রতি উপজেলায় ৫টি ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১১৩টি মেডিক্যাল টিম মজুত রাখা হয়েছে। এছাড়া ১৮৩ মেট্রিক টন খাদ্যসহ নগদ ২ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপকূলীয় এলাকায় জল উন্নয়ন বোর্ডের ৮০০ মিটার বেড়িবাঁধের মধ্যে ৪৩টি পয়েন্ট মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকার মানুষ আতঙ্কগ্রস্থ।