ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যে কোনো বিপদ-আপদে কড়াইল বস্তিবাসীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া-মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়া কড়াইলের মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা চাই, সেই মা-বোনেরা যেন শুধু শিক্ষা নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।” তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা বস্তিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা ও রহমতের ওপর নির্ভরশীল।

বাসস্থান সমস্যার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, কড়াইলের মানুষ যে কষ্টকর পরিবেশে বসবাস করছে, তা ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আল্লাহ সুযোগ দিলে এখানে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে এবং বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের এই অঙ্গীকার কড়াইলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের

আপডেট সময় : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

যে কোনো বিপদ-আপদে কড়াইল বস্তিবাসীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া-মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়া কড়াইলের মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা চাই, সেই মা-বোনেরা যেন শুধু শিক্ষা নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।” তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা বস্তিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা ও রহমতের ওপর নির্ভরশীল।

বাসস্থান সমস্যার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, কড়াইলের মানুষ যে কষ্টকর পরিবেশে বসবাস করছে, তা ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আল্লাহ সুযোগ দিলে এখানে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে এবং বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের এই অঙ্গীকার কড়াইলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।