বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষর: খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার বিকেলে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রধানমন্ত্রীর এই শোকজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।
শোকবইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে তাঁর ভূমিকা স্মরণযোগ্য হয়ে থাকবে।
পাশাপাশি শাহবাজ শরিফ বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করেন এবং তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কূটনৈতিক মহলে এই সফরকে সৌজন্যমূলক ও প্রতীকী গুরুত্বের বলে মনে করা হচ্ছে। শোকের এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ হাইকমিশনে উপস্থিতি এবং আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের বার্তাই বহন করে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।



















