বিদ্যুৎহীন ৩২৫ ভোটকেন্দ্রে সংযোগ দিতে নির্বাচন কমিশনের নির্দেশ
- আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সারা দেশের ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত তালিকাভুক্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।
রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো ইসির এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি। এর অংশ হিসেবে বিদ্যুৎহীন ৩২৫টি ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ, ব্যালট বাক্স ও ইভিএম ব্যবস্থাপনা, আলো ও নিরাপত্তা কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংযোগ না থাকলে ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে নির্বাচন কমিশন আগেভাগেই বিষয়টি চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।



















