নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে
- আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য।
জনগণের ভোটাধিকার কার্যকরভাবে বাস্তবায়নে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহী ও প্রত্যাশিত। এই আগ্রহ বজায় রাখতে হলে নির্বাচনের পরিবেশ হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। একটি মুক্ত ও স্বাধীন পরিবেশে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়ক ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।
এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে বৈধ প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের পাশাপাশি আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ) প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।



















